ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সিলেটে পাঁচভাই রেস্টুরেন্টকে ৩ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৬, ৭ ডিসেম্বর ২০২০   আপডেট: ১৫:২০, ৭ ডিসেম্বর ২০২০
সিলেটে পাঁচভাই রেস্টুরেন্টকে ৩ লাখ টাকা জরিমানা

খাবারে কাপড়ের রঙ মেশানো, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার রান্না, সংরক্ষণ ও পরিবেশনের অপরাধে সিলেটের পাঁচভাই রেস্টুরেন্টকে ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৭ ডিসেম্বর) দুপুরে নগরীর জল্লারপারে অবস্থিত জনপ্রিয় এ রেস্টুরেন্টে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র‌্যাব-৯ সিলেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট আখতারুজ্জামান।

র‌্যাব-৯ সিলেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট আখতারুজ্জামান জানান, আজ দুপুরে পাঁচভাই রেস্টুরেন্টে ভ্রাম‌্যমাণ আদালত নিয়ে অভিযান চালানো হয়। অভিযানকালে রেস্টুরেন্টে প্রায় আধ ঘণ্টা ধরে ঘুরে দেখেন ভ্রাম্যমাণ আদালতের সদস্যরা। এসময় তারা খাদ্যে কাপড়ের রঙ মেশানো, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও পরিবেশনের অভিযোগে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর বিধান অনুযায়ী ৩ লাখ টাকা জরিমানা করে।

এদিকে, পাঁচভাই রেস্টুরেন্ট ছাড়াও জিন্দাবাজার এলাকায় পানশিসহ আরও কয়েকটি রেস্টুরেন্টে অভিযান পরিচালনা অব্যাহত রেখেছে ভ্রাম্যমাণ আদালত।

এসময় র‌্যাব-৯ এর সিনিয়র এএসপি নাহিদ হাসান ও অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সিলেট/নোমান/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়