ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণে বিরোধিতার প্রতিবাদে জয়পুরহাটে মানববন্ধন

জয়পুরহাট প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৬, ১২ ডিসেম্বর ২০২০   আপডেট: ১২:৩৮, ১২ ডিসেম্বর ২০২০
বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণে বিরোধিতার প্রতিবাদে জয়পুরহাটে মানববন্ধন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণের বিরোধিতাকারী উগ্র মৌলবাদীদের বিরুদ্ধে ব্যবসায়ীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

শনিবার (১২ ডিসেম্বর) সকাল ১১টায় জয়পুরহাট  শহরের জিরো পয়েন্টে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

জয়পুরহাট চেম্বার অব কমার্স অ‌্যান্ড ইন্ডাস্ট্রির  উদ্যোগে আয়োজিত এই মানববন্ধন কর্মসূচিতে জেলার বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা, বঙ্গবন্ধুশেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে ধর্মের দোহাই দিয়ে ধর্মপ্রাণ সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি না ছাড়ানোর এবং বাংলাদেশকে মহান মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে নেওয়া ও চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য ব্যবসায়ীরা আহ্বান জানান।

এই মানবন্ধন কর্মসূচিতে জয়পুরহাট চেম্বার অব কমার্স অ‌্যান্ড ইন্ডাস্ট্রির ভারপ্রাপ্ত সভাপতি আহসান কবীর এপ্লব, সহ-সভাপতি মাহাবুব ইসলাম, পরিচালক আব্দুল হাকিম মণ্ডল, বেলায়েত হোসেন লেবু, সদস্য আব্দুল আজিজ মোল্লা অংশ নেন।

শামীম/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়