ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

কুষ্টিয়ায় বিজয় দিবসে শহীদদের স্মরণ 

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৬, ১৬ ডিসেম্বর ২০২০  
কুষ্টিয়ায় বিজয় দিবসে শহীদদের স্মরণ 

কুষ্টিয়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হচ্ছে।

বুধবার (১৬ ডিসেম্বর) ভোর ৬টা ৪০ মিনিটে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হয়।

জেলা প্রশাসন চত্বরে জেলা প্রশাসন, পুলিশ, বাংলাদেশ আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠন, মুক্তিযোদ্ধা কমান্ড, বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, কুষ্টিয়া প্রেসক্লাব, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ নানা শ্রেণি পেশার মানুষ কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।

এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক আসলাম হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম, পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত, কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা, কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি গাজী মাহাবুব, সাধারণ সম্পাদক আনিচুজ্জামান ডাবলুসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা। 

এছাড়া, কুষ্টিয়ার মিরপুর, ভেড়ামারা, দৌলতপুর, খোকসা ও কুমারখালীতে নিজ নিজ উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি পালিত হচ্ছে। 

কাঞ্চন কুমার/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়