ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

টাঙ্গাইলে ৫ পৌরসভায় আ.লীগ প্রার্থীর জয়

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩০, ৩০ জানুয়ারি ২০২১   আপডেট: ২২:৩১, ৩০ জানুয়ারি ২০২১
টাঙ্গাইলে ৫ পৌরসভায় আ.লীগ প্রার্থীর জয়

টাঙ্গাইলের পাঁচটি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থীরা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

টাঙ্গাইল পৌরসভায় এস এম সিরাজুল হক আলমগীর, ভূঞাপুর পৌরসভায় মাসুদুল হক মাসুদ, মির্জাপুরে সালাম আক্তার শিমুল, সখীপুরে বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, মধুপুরে সিদ্দিক হোসেন খান জয়ী হয়েছেন।

নব নির্বাচিত মেয়রদের অভিনন্দন জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক, সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহের।

জেলা নির্বাচন কর্মকর্তা এইচ এম কামরুল হাসান জানান, টাঙ্গাইল পৌরসভায় আওয়ামী লীগের মনোনিত প্রার্থী এস এম সিরাজুল হক আলমগীর ৬৬ হাজার ৬১৭ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদুল হক সানু পেয়েছেন ২২ হাজার ৯০০ ভোট।

সখীপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ টানা তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন। সখীপুর পৌরসভার সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নিবার্হী কর্মকর্তা চিত্রা শিকারী বলেন, মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ নৌকা প্রতীকে ৭ হাজার ৮৩৩ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র সানোয়ার হোসেন সজীব জগ প্রতীকে পেয়েছেন ৭ হাজার ৫৪৪ ভোট। বিএনপির মনোনীত প্রার্থী পেয়েছেন ৫১২।

সখীপুরে ২১ হাজার ৬৬৯ ভোটারের মধ্যে ১৭ হাজার ৭০০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

মির্জাপুর পৌরসভায় নৌকা প্রতীকের সালমা আক্তার ১২ হাজার ৪৭৮ ভোট পেয়ে দ্বিতীয় বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম ২ হাজার ৯২৪ ভোট পেয়েছেন। বিষয়টি সহকারী রিটানিং অফিসার উম্মে তানিয়া নিশ্চিত করেছেন।

ভূঞাপুর পৌর নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থী বিপুল ভোটে জয় পেয়েছে। হ্যাট্রিক জয়ী হলেন বীর মুক্তিযোদ্ধা মো. মাসুদুল হক মাসুদ। তিনি ৯ হাজার ৪১৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের জাহাঙ্গীর হোসেন পেয়েছেন ৪ হাজার ৪১৩ ভোট। আর আওয়ামী লীগ নেতা ও স্বতন্ত্র প্রার্থী আব্দুস সাত্তার জগ প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৭০১ ভোট।

ভুঞাপুর পৌরসভার ৯টি ওয়ার্ডে ১০টি কেন্দ্রে ২১ হাজার ৭২৯ ভোটারের মধ্যে ১৭ হাজার ৬৯০ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে রিটার্নিং অফিসার ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত আঞ্চলিক কর্মকর্তা মুহাম্মদ মোশারফ হোসেন বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।

মধুপুর পৌরসভা নির্বাচনে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সিদ্দিক হোসেন খান। নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ২৫ হাজার ৯৯২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীক নিয়ে আব্দুল লতিফ পান্না পেয়েছেন ১ হাজার ৬৫১ ভোট। 

তবে এর আগে দুপুর আড়াইটার দিকে বিএনপির প্রার্থী আব্দুল লতিফ পান্না মধুপুর উপজেলা বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নির্বাচন বর্জনের ঘোষণা দেন। 

মধুপুর উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, পৌরসভার নয়টি ওয়ার্ডের ১৭টি কেন্দ্রে ৪১ হাজার ৬০০ জন ভোটারের মধ্যে ২৭ হজার ৬৪৩ জন ভোটার ভোট দেন। শতকরা ভোট পড়েছে ৬৭ ভাগ।
 

কাওছার/বকুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়