ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

মাধবদী পৌরসভায় পুনরায় মেয়র হলেন মোশাররফ হোসেন

নরসিংদী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৮, ১৫ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ১৩:৫৪, ১৫ ফেব্রুয়ারি ২০২১
মাধবদী পৌরসভায় পুনরায় মেয়র হলেন মোশাররফ হোসেন

নরসিংদীর মাধবদী পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোশাররফ হোসেন প্রধান মানিক পুনরায় নির্বাচিত হয়েছেন। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ১৭ হাজার ১৩০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন আনু ধানের শীষ প্রতীক পেয়েছেন ৪২৪ ভোট।

রোববার (১৪ ফেব্রুয়ারি) রাতে জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মেছবাহ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

এই পৌরসভায় প্রথমবারের মতো সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হয়।

অপরদিকে, নরসিংদী পৌরসভা নির্বাচনে ৩৬টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেছেন নির্বাচনের রিটার্নিং অফিসার কমল কুমার ঘোষ। স্থগিত রয়েছে ৪ কেন্দ্রের ফলাফল। এর মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আমজাদ হোসেন বাচ্চু নৌকা প্রতীকে পেয়েছেন ১৮ হাজার ৫৪৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী এসএম কাইয়ুম মোবাইল প্রতীকের  পেয়েছেন ১৭ হাজার ৩৭০ ভোট। বিএনপি ধানের শীষ প্রতীকের প্রার্থী হারুনুর রশিদ পেয়েছেন ৯ হাজার ৬৭৭ ভোট ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আসাদুল হক হামিদ হাত পাখা প্রতীকে পেয়েছে ১ হাজার ৪৯৮ ভোট।

জাল ভোট দেওয়ার চেষ্টা ও ব্যালট ছিনিয়ে নেওয়ার অভিযোগে স্থগিত ৪টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৯ হাজার ১৩৭। পরবর্তীতে এই ৪টি কেন্দ্রে পুনরায় নির্বাচনের পর চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে  এ পৌরসভার।

মাহমুদ/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়