ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

প্রথম নারী মেয়র পেলো ঠাকুরগাঁও পৌরসভা

ঠাকুরগাঁও সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৫, ১৫ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ১৩:২০, ১৫ ফেব্রুয়ারি ২০২১
প্রথম নারী মেয়র পেলো ঠাকুরগাঁও পৌরসভা

চতুর্থ ধাপের নির্বাচনে প্রথম নারী মেয়র পেলো ঠাকুরগাঁও পৌরসভা।  এ পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আঞ্জুমানা আরা বেগম বন্যা নৌকা প্রতীকে ২৬ হাজার ৫০২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী শরিফুল ইসলাম পেয়েছেন ৫ হাজার ৩৩৩ ভোট।

রোববার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে ঠাকুরগাঁও পৌরসভার ২১টি কেন্দ্রে ভোটগ্রহণ সম্পন্ন হয়। এ পৌরসভায় এবার ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হয়।

নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি ও ইসলামী আন্দোলনসহ তিনজন মেয়র প্রার্থী এবং ৫৬ জন কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।

হিমেল/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়