ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

রাজশাহীতে বিশেষ অভিযানে ১৫ জুয়াড়িসহ গ্রেপ্তার ৬৬ 

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৬, ২০ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ১৪:৫৭, ২০ ফেব্রুয়ারি ২০২১
রাজশাহীতে বিশেষ অভিযানে ১৫ জুয়াড়িসহ গ্রেপ্তার ৬৬ 

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) বিশেষ অভিযানে ১৫ জন জুয়াড়িসহ ৬৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 
শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

আরএমপির মুখপাত্র অতিরিক্ত উপ পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস শনিবার (২০ ফেব্রুয়ারি) দুপরে এ তথ্য জানিয়েছেন।

অতিরিক্ত উপ পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস জানান, আরএমপির গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল শুক্রবার রাতে নগরীর আহম্মদনগর এলাকায় অভিযান চালায়। এ সময় ছয় প্যাকেট তাস ও নগদ ১২ হাজার ৯৫০ টাকাসহ আট জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়।

এছাড়া, ডিবি পুলিশের আরেকটি দল রাতে নগরীর সিটি বাইপাস ঐতিহ্যচত্বর এলাকায় অভিযান চালায়। এ সময় পাঁচ প্যাকেট তাস, নগদ ৪ হাজার ১২০ টাকা, ৩০ পিস ইয়াবা বড়ি এবং ২৬ গ্রাম হেরোইনসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে, আরএমপির ডিবি ও ১২ থানা পুলিশ রাতে বিশেষ অভিযান চালিয়ে আরও ৫১ জনকে গ্রেপ্তার করে। এদের মধ্যে ১০ জন ওয়ারেন্টভুক্ত আসামি। এছাড়া ১৩ জনকে মাদকদ্রব্যসহ গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য অপরাধে গ্রেপ্তার করা হয়েছে আরও ২৮ জনকে। গ্রেপ্তার সবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান আরএমপির মুখপাত্র।

রাজশাহী/তানজিমুল/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়