ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

মুন্সীগঞ্জে ৪ ইটভাটায় ১১ লাখ টাকা জরিমানা

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৬, ২৫ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ১৭:২৮, ২৫ ফেব্রুয়ারি ২০২১
মুন্সীগঞ্জে ৪ ইটভাটায় ১১ লাখ টাকা জরিমানা

মুন্সীগঞ্জের সিরাজদিখানে অভিযান চালিয়ে চারটি ইটভাটায় ১১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত জেলার বালুরচর ইউনিয়নে এ অভিযান চালানো হয়।

কৃষিজমির উপরের স্তরের মাটি ব্যবহার করে ইট প্রস্থত, জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই এসব ভাটাগুলো চলছিল।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ সাব্বির সাজ্জাদ এ তথ্য নিশ্চিত করে জানান, সিরাজদিখানে দীর্ঘদিন ধরে ইটভাটাগুলো অবৈধভাবে পরিচালিত হচ্ছিল। আইন অমান্য করে কৃষিজমির মাটি কাটা ও ছাড়পত্র ছাড়াই ভাটাগুলো ইট তৈরি করছিল।

ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে অভিযান চালিয়ে চারটি ইটভাটাকে ১১ লাখ টাকা জরিমানা করেছে। এসব ভাটার প্রস্তুত করা অনেক ইট ফায়ার সার্ভিসের সদস্যরা পানি ছিটিয়ে বিনষ্ট করেছে। অবৈধভাবে ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ম্যাজিস্ট্রেট আহমেদ সাব্বির।

এ সময় জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা এ অভিযানে অংশ নেয়।

রতন/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়