ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

র‌্যাব পরিচয়ে শিক্ষার্থীর মোবাইল ছিনতাই

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১০, ২৫ ফেব্রুয়ারি ২০২১  
র‌্যাব পরিচয়ে শিক্ষার্থীর মোবাইল ছিনতাই

কুষ্টিয়ার কুমারখালীতে র‌্যাব পরিচয়ে এক শিক্ষার্থীর মোবাইল ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার আলাউদ্দিন নগর বাসস্ট্যান্ডের সততা সুইটস এর সামনে থেকে কুষ্টিয়া সরকারি কলেজের অনার্সের এক শিক্ষার্থীর কাছ থেকে মোবাইল ছিনতাইয়ের এ ঘটনা ঘটে।

উপজেলার নন্দলালপুর ইউনিয়নের সদরপুর গ্রামের নায়েব আলী শেখের মেয়ে কুষ্টিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ফারজানা আক্তার জ্যোতি। কুমারখালির থেকে সদরপুর বাড়ি ফিরছিলেন। পথে আলাউদ্দিন নগর বাসস্ট্যান্ডে নামলে র‌্যাব-৩ এর সদস‌্য সেজে দুজন মোটরসাইকেল আরোহী জঙ্গি সংশ্লিষ্টতা থাকতে পারে বলে ভুক্তভোগীর হাতে থাকা মুঠোফোন এবং সঙ্গে থাকা রেজিস্ট্রেশন কার্ড নিয়ে নেয়। পরে রেজিস্ট্রেশন কার্ড ফেরত দিলেও মুঠোফোন নিয়ে পালিয়ে যায়।

ভুক্তভোগী জানান, কোনো কিছু বুঝে ওঠার আগেই র‌্যাব-৩ সদস্য পরিচয় দানকারী ছিনতাইকারীরা তার মুঠোফোন নিয়ে পালিয়ে যায়।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

কাঞ্চন/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়