Risingbd Online Bangla News Portal

ঢাকা     শনিবার   ১৭ এপ্রিল ২০২১ ||  বৈশাখ ৪ ১৪২৮ ||  ০৩ রমজান ১৪৪২

হাজীগঞ্জে শ্বশুরবাড়ির সর্বস্ব লুট করলো জামাই 

চাঁদপুর জেলা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৮, ৪ মার্চ ২০২১   আপডেট: ২২:৫৩, ৪ মার্চ ২০২১
হাজীগঞ্জে শ্বশুরবাড়ির সর্বস্ব লুট করলো জামাই 

চাঁদপুরের হাজীগঞ্জে শ্বশুরবাড়ির সবাইকে অচেতন করে সর্বস্ব লুট করেছে মেয়ের জামাই। ঘটনাটি ঘটেছে বুধবার (৩ মার্চ) গভীর রাতে উপজেলার গন্ধর্ব্যপুর ফকির মোহাম্মদ বেপারি বাড়িতে।

ভুক্তভোগী মো. শামীম বলেন, ‘আমার মা ও দুই বোন ঘরে ঘুমিয়ে ছিল। হঠাৎ করেই সেজ বোনের জামাই খাজা আহমেদ ঘরে ঢুকে পড়ে। সে নেশাজাতীয় দ্রব্য সবার নাকে-মুখে ছিটিয়ে দেয়। এতে ঘরের সবাই অচেতন হয়ে পড়ে। এই সুযোগে সে নগদ প্রায় দেড় লাখ টাকা, ১টি স্বর্ণের চেইন, কানের দুল এবং মোবাইলসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।’

বৃহস্পতিবার (৪ মার্চ) এ ব্যাপারে সেজ বোন নাজমা বাদী হয়ে হাজীগঞ্জ থানায় অভিযোগ করেছেন। তিনি বলেন, ‘এর আগেও সে (খাজা আহমেদ) চুরির দায়ে কয়েকবার জেলে ছিল। ভেবেছিলাম ভালো হবে কিন্তু হয়নি।’

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এ বিষয়ে হাজীগঞ্জ থানার তদন্তকারি কর্মকর্তা জয়নাল আবেদীন বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত কার্যক্রম চলছে।’ 
অভিযুক্ত জামাই পার্শ্ববর্তী গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।


 

অমরেশ/তারা 

সর্বশেষ

পাঠকপ্রিয়