ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

পুলিশের সিল ও স্বাক্ষর জাল করে গ্যাস উত্তোলন, গ্রেপ্তার ৩

সিরাজগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৫, ৬ মার্চ ২০২১   আপডেট: ১৫:০১, ৬ মার্চ ২০২১
পুলিশের সিল ও স্বাক্ষর জাল করে গ্যাস উত্তোলন, গ্রেপ্তার ৩

সিরাজগঞ্জ জেলা পুলিশের সিল ও স্বাক্ষর জাল করে গ্যাস উত্তোলনের অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এরা হলেন- সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের সাদিকুল ইসলাম (৩১), আব্দুল্লাহ (২৮) ও সিএনজি অটোরিকশাচালক স্বপন শেখ (৩৮)।

শনিবার (৬ মার্চ) দুপুরে সিরাজগঞ্জ সদর থানা চত্বরে সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্নিগ্ধ আখতার।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, এরা সিরাজগঞ্জ জেলা পুলিশের মটরযান শাখার ওসির সিল ও স্বাক্ষর জাল করে গত এক মাস যাবত সদর উপজেলার শিয়ালকোলস্থ এ্যালবাট্টস সিএনজি ফিলিং স্টেশন থেকে ৩শ টাকার জাল স্লিপে গ্যাস উত্তোলন করে আসছিল। এই গ্যাস স্লিপের বিপরীতে সরবরাহকৃত গ্যাসের দাম পরিশোধ করতে হতো সিরাজগঞ্জ জেলা পুলিশের মটরযান শাখাকে। এক পর্যায়ে চলতি মাসে সিএনজি গ্যাসের স্লিপ যাচাই-বাছাইকালে ৫১টি গ্যাসের স্লিপে অসঙ্গতিপূর্ণ মনে হলে পুলিশের পক্ষ থেকে গ্যাস প্যাম্প কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়। সেখানেও ৫১টি জাল গ্যাস স্লিপের প্রমাণ মেলে।

এ সময় ওই জাল স্লিপসহ আব্দুল্লাহ নামের এক সিএনজি অটোরিকশাচালককে আটক করা হয়।  পরবর্তীতে তার দেওয়া তথ্য মতে অপর সিএনজি অটোরিকশাচালক স্বপন ও শিয়ালকোল বাজারে অবস্থিত প্রত্যাশা কম্পিউটারে অভিযান চালিয়ে স্বত্ত্বাধিকারী সাদিকুল ইসলামকে আটক করা হয়। পরে তার দোকান থেকে একটি ল্যাপটপ ও স্ক্যানকৃত জাল গ্যাস স্লিপ জব্ধ করা হয়। এ ঘটনায় সিরাজগঞ্জ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

রাসেল/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়