ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

মুকসুদপুরে চোর সন্দেহে গণপিটুনিতে ১ ব্যক্তি নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৮, ২৯ মার্চ ২০২১  
মুকসুদপুরে চোর সন্দেহে গণপিটুনিতে ১ ব্যক্তি নিহত

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় চোর সন্দেহে গণপিটুনিতে পান্নু তালুকদার (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় বাড়ির মালিককে আটক করেছে পুলিশ।

সোমবার (২৯ মার্চ) ভোর ৪টার দিকে উপজেলার ভাবড়াশুর ইউনিয়নের রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে। মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর মিয়া হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেন। 

গণপিটুনিতে নিহত পান্নু তালুকদার মুকসুদপুর উপজেলার আদমপুর গ্রামের সিদ্দিক তালুকদারের ছেলে। 

ওসি আবু বকর মিয়া জানান, ভোর ৪টার দিকে মুকসুদপুর উপজেলার রসুলপুর গ্রামের আল আমিনের বাড়ি থেকে চুরি করে পালানোর চেষ্টা করে পান্নু তালুকদার। খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে ও এলাকার মসজিদের মাইকে ঘোষণা দিলে এলাকাবাসী ধাওয়া করে পান্নুকে ধরে ফেলে। উত্তেজিত এলাকাবাসী পান্নুকে গণপিটুনি দিয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত পান্নুকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। 

এ ঘটনায় বাড়ির মালিক আল আমিনকে (৩০) আটক করা হয়েছে বলে জানান ওসি আবু বকর মিয়া। 

ওসি আরও বলেন, এ ঘটনায় নিহত পান্নু তালুকদারের ছোট ভাই আলী তালুকদার বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ ও আরও অজ্ঞাত ১৫ জনের বিরুদ্ধে মুকসুদপুর থানায় হত্যা মামলা করেছেন। 
 

বাদল/বকুল 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়