ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

এখনও উদ্ধার হয়নি নিরাপদ আবাসন কেন্দ্র থেকে পালানো ৭ কিশোরী

গাজীপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৯, ৪ এপ্রিল ২০২১  
এখনও উদ্ধার হয়নি নিরাপদ আবাসন কেন্দ্র থেকে পালানো ৭ কিশোরী

গাজীপুরের ‘মহিলা, শিশু ও কিশোরী হেফাজতিদের নিরাপদ আবাসন কেন্দ্র’ থেকে পালিয়েছিল ১৪ জন কিশোরী। তাদের মধ‌্যে সাতজনকে পাওয়া গেলেও বাকিদের রোববার (৪ এপ্রিল) পর্যন্ত উদ্ধার করা যায়নি।

রোববার (৪ এপ্রিল) আবাসন কেন্দ্রের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ফরিদা খানম এ তথ‌্য নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, ‘ওই মেয়েদের উদ্ধার করার জন্য আমরা সার্বক্ষণিকভাবে পুলিশের সঙ্গে যোগাযোগ রাখছি।’

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক বলেছেন, ‘এখনও মেয়েদের উদ্ধার করা যায়নি। তবে, তারা কোথায় আছে, সে তথ‌্য পাওয়া গেছে।’

গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম বলেন, ‘পালিয়ে যাওয়া সাত কিশোরীকে দ্রুত উদ্ধার করতে ওই প্রতিষ্ঠান এবং পুলিশকে বলা হয়েছে।’

উল্লেখ্য, গত ২৪ মার্চ দিবাগত রাতে নিরাপদ আবাসন কেন্দ্রের ভবনের তিন তলার জানালার গ্রিল ভেঙে পালিয়ে যায় ১৪ কিশোরী। পুলিশ অভিযান চালিয়ে ওই রাতেই জয়দেবপুর রেল জংশন থেকে সাতজনকে উদ্ধার করে।

২০১৮ সালে একই কায়দায় ১৭ কিশোরী পালিয়ে যায়। তখন জেলা প্রশাসক তদন্ত কমটি গঠন করেন।
তদন্ত কমিটি প্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদার, থাকা, খাওয়া ও জনবল বৃদ্ধিসহ বেশকিছু সুপারিশ করলেও তা বাস্তবায়ন হয়নি।

রেজাউল/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়