ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

গাইবান্ধায় ঝড়ে ১০ জনের মৃত‌্যু

গাইবান্ধা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৪, ৪ এপ্রিল ২০২১   আপডেট: ২৩:০৪, ৪ এপ্রিল ২০২১
গাইবান্ধায় ঝড়ে ১০ জনের মৃত‌্যু

গাইবান্ধায় রোববার (৪ এপ্রিল) প্রবল ঝড়ে গাছ ও ঘরচাপা পড়ে ১০ জনের মৃত‌্যু হয়েছে। তাদের মধ‌্যে সদর উপজেলার পাঁচজন, সুন্দরগঞ্জ উপজেলার একজন, পলাশবাড়ীর দুজন ও ফুলছড়ির একজন।

গাইবান্ধার জেলা প্রশাসক আব্দুল মতিন জানিয়েছেন, বিকেল ৪টার দিকে হঠাৎ করে ঝড় শুরু হয়। বিভিন্ন এলাকায় গাছ ও ঘরচাপা পড়ে অনেকেই হতাহত হয়েছেন। নিহতরা হলেন—আবদুল গাফফার, জাহানারা বেগম, ময়না বেগম, শিউলি আকতার, জোছনা বেগম, মনির, আর্জিনা বেগম ও সাহেরা। বাকিদের নাম জানা যায়নি।

ঝড়ো হাওয়ায় গাইবান্ধা সদর,পলাশবাড়ী, সুন্দরগঞ্জ, ফুলছড়ি ও সাঘাটা উপজেলার বিভিন্ন স্থানে সহস্রাধিক ঘর ভেঙে পড়েছে। অনেক বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে। বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। গাছ উপড়ে রাস্তার ওপর পড়ায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। রাত ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত গাইবান্ধা শহরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।

দয়াল/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়