ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

লকডাউনেও স্বাভাবিক আছে খাতুনগঞ্জের ব্যবসা-বাণিজ্য

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৭, ১৪ এপ্রিল ২০২১  
লকডাউনেও স্বাভাবিক আছে খাতুনগঞ্জের ব্যবসা-বাণিজ্য

কঠোর লকডাউনের মধ্যে দেশের বৃহত্তম ভোগ্য পণ্যের পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে ব্যবসা-বাণিজ্য অনেকটা স্বাভাবিক রয়েছে। 

শহরে কোথাও কোনো ধরনের যানবাহন চলাচল না করলেও খাতুনগঞ্জে রয়েছে অনেকটা স্বাভাবিক যানজট। পণ্যবাহী ট্রাকের সারি এবং পণ্য সরবরাহ নিয়ে বিভিন্নস্থানে ছুটে যাচ্ছে যানবাহন। 

বুধবার (১৪ এপ্রিল) দুপুরে খাতুনগঞ্জে ঘুরে ব্যবসা বাণিজ্যের ব্যস্ততা লক্ষ্য করা গেছে।

খাতুনগঞ্জের পেঁয়াজের অন্যতম আড়তদার ইসমাইল হোসেন রাইজিংবিডিকে জানান, রমজানে পেঁয়াজের অতিরিক্ত চাহিদা রয়েছে। লকডাউনে খাতুনগঞ্জে পেঁয়াজসহ অন্যান্য পণ্যের স্বাভাবিক সরবরাহ কার্যক্রম চলমান আছে। এখানে বেচা-কেনা এবং সরবরাহ সবকিছুই স্বাভাবিক। তবে রমজানের প্রথমদিন হওয়ায় এবং লকডাউন থাকায় বেচা-কেনা কিছুটা কম হচ্ছে।

খাতুনগঞ্জের ভোগ্যপণ্যের ব্যবসায়ী মোহাম্মদ আলী রাইজিংবিডিকে বলেন, ‘ভোগ্যপণ্যের পরিবহন এবং বেচা-কেনা লকডাউনের আওতামুক্ত থাকায় খাতুনগঞ্জে অনেকটা স্বাভাবিক। এখানে পেঁয়াজ রসুন, ছোলা, ডাল, খেজুর, মশলা জাতীয় পণ্যসহ সব ধরনের ভোগ্যপণ্যের কেনা বেচা ও সরবরাহ স্বাভাবিক রয়েছে। বিভিন্ন ট্রাকে পণ্য লোড আনলোড হচ্ছে। শ্রমিকরা কাজ করছেন।’

লকডাউনের মধ্যে চট্টগ্রামসহ সারাদেশে ভোগ্যপণ্যের কোনো ধরনের সরবরাহ ঘাটতি হবে না বলে মন্তব্য করেন এই ব্যবসায়ী।

চট্টগ্রাম/রেজাউল/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়