ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড  

গাজীপুর সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪০, ১৬ এপ্রিল ২০২১   আপডেট: ১১:৪৬, ১৬ এপ্রিল ২০২১
গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড  

ফাইল ফটো

গাজীপুর মহানগরের কাশিমপুর এলাকায় বৃহস্পতিবার (১৫ এপ্রিল) দিবাগত রাতে পোশাক কারখানায় আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।   

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ জানান, রাত সাড়ে ১০টার দিকে কাশিমপুরের মাদার টেক্সটাইল লিমিটেড নামে কারখানায় অগ্নিকাণ্ড ঘটে। স্টিল স্টাকচারের একতলা কারখানার ব্লো-রুম থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত ব্লোয়িং সেকশন, ড্রায়িং সেকশন ও কার্ডিং সেকশনে ছড়িয়ে পড়ে।   

খবর পেয়ে জয়দেবপুর ফায়ার স্টেশন থেকে একটি, কাশিমপুর মিনি ফায়ার স্টেশন থেকে একটি এবং ডিইপিজেড ফায়ার স্টেশন থেকে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আসে।  

উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ জানান, আগুনে ব্লোয়ার মেশিন, ড্রায়িং মেশিন, কার্ডিং মেশিনসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। তবে হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ণয় করা সম্ভব হয়নি। 

ব্লো-রুম সেকশনের মেশিনের ডাস্ট থেকে আগুনের সূত্রপাত ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন উপ-সহকারী পরিচালক।     
 

রফিক/বকুল 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়