Risingbd Online Bangla News Portal

ঢাকা     মঙ্গলবার   ১৮ মে ২০২১ ||  জ্যৈষ্ঠ ৪ ১৪২৮ ||  ০৪ শাওয়াল ১৪৪২

বগুড়ার গ‌্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৪

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৬, ১৬ এপ্রিল ২০২১   আপডেট: ০৬:২১, ১৭ এপ্রিল ২০২১
বগুড়ার গ‌্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৪

বগুড়ার শেরপুরে বাড়িতে নতুন গ্যাস সিলিন্ডার সংযোগ করার সময় আগুন লেগে চার জন দগ্ধ হয়েছেন। 

শুক্রবার (১৬ এপ্রিল) বেলা ১১টায় উপজেলার মহিপুর কলোনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

খবর পেয়ে উপজেলা ফায়ার সার্ভিস কর্মীরা দগ্ধ অবস্থায় ওই বাড়ির চার জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য বগুড়া বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে প্রেরণ করেন।

অগ্নিদগ্ধরা হলেন- মহিপুর কলোনী গ্রামের রাসেল ইমরানের স্ত্রী জোসনা বেগম (৩০), আনোয়ার হোসেনের স্ত্রী হেলেনা বেগম (৪৮), মৃত মোতাহার হোসেনের স্ত্রী আমেনা (৪২) ও আনোয়ার হোসেনের ছেলে নুরুজ্জামান নয়ন (৩২)।

শেরপুর উপজেলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স-এর স্টেশন অফিসার রতন হোসেন জানান, গ‌্যাস সিলিন্ডার সেটিংসের সময় এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এনাম আহমেদ/সনি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়