ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

৪ টন পলিথিন জব্দ, ডিলারের ছয় মাসের জেল

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৯, ২১ এপ্রিল ২০২১  
৪ টন পলিথিন জব্দ, ডিলারের ছয় মাসের জেল

ময়মনসিংহের নান্দাইলে মো. বাদল মিয়া (৫০) নামে এক পলিথিন ব্যবসায়ীকে ছয় মাসের জেল ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড বৃদ্ধি পাবে।

বুধবার (২১ এপ্রিল) বিকাল সাড়ে ৪ দিকে পৌরবাজার এলাকায় ব্যবসায়ীর জেল জরিমানা করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন, নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরশাদ উদ্দিন। 

তিনি জানান, র‌্যাব-১৪-এর এএসপি বেলায়েত হোসেনের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে সাদা পোশাকে দোকান শনাক্ত করে। পরে র‌্যাবের ইউনিফর্মে দোকান ঘিরে রেখে উপজেলা প্রশাসনকে জানারো হয়। পরে গোডাউন তল্লাশি করে চার টনের বেশি পলিথিন জব্দ করে গোডাউন সিলগালা করে দেওয়া হয়। 

তিনি আরও জানান, পলিথিন ব্যবসায়ী বাদল মিয়ার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড বৃদ্ধি পাবে।

মিলন/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়