ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

টাঙ্গাইলে কয়লা তৈরির ৫টি চুল্লি ধ্বংস ও জরিমানা

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৭, ২২ এপ্রিল ২০২১  
টাঙ্গাইলে কয়লা তৈরির ৫টি চুল্লি ধ্বংস ও জরিমানা

টাঙ্গাইলের ঘাটাইলে অবৈধভাবে গড়ে ওঠা কয়লা তৈরির পাঁচটি চুল্লি গুঁড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

বৃহস্পতিবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলার নজুনবাগ এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অঞ্জন কুমার সরকার। এসময় কারখানার দুই মালিককে ৫০ হাজার করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকার বলেন, ‘কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করা সম্পূর্ণ অবৈধ। তাই কয়লা তৈরির চুল্লি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। কারখানার মালিক বাবলু সাহা ও লিটন মিয়াকে জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যহত থাকবে।’

কাওছার/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়