ঢাকা     মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শান্তির প্রস্তাবে সাড়া না দিয়ে তাণ্ডব চালাচ্ছে প্রশাসন: কাদের মির্জা

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৬, ২৩ এপ্রিল ২০২১   আপডেট: ১২:০৫, ২৩ এপ্রিল ২০২১
শান্তির প্রস্তাবে সাড়া না দিয়ে তাণ্ডব চালাচ্ছে প্রশাসন: কাদের মির্জা

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌর মেয়র কাদের মির্জা বলেছেন, কোম্পানীগঞ্জে শান্তির জন্য প্রস্তাব দিয়েছিলাম। কিন্তু সে আহ্বানে সাড়া না দিয়ে তাণ্ডব চালাচ্ছে প্রশাসন। বাড়িতে বাড়িতে গিয়ে আমার ছেলেদের গ্রেপ্তার করা হচ্ছে।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) বিকেলে নিজের অনুসারী স্বপন মাহমুদের ফেসবুক আইডি থেকে লাইভে এসে তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন:

মেয়র আবদুল কাদের মির্জা বলেন, ‘আমার অফিস থেকে কেউ বের হতে ও ঢুকতে পারে না। এখানে আমাকে অবরুদ্ধ করে রেখেছে। আমার ইফতার আনতে দেওয়া হচ্ছে না। একদিন সাহরিও আনতে দেওয়া হয় নাই। আমরা সাহরি ছাড়া রোজা রেখেছি এবং ইফতার ছাড়া রোজা ভেঙেছি। আমার রাজু নামের একটা ছেলেকে এখান থেকে গ্রেপ্তার করেছে। পৌরসভা হলো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। এটা মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করে। কিন্তু কীভাবে এখান থেকে  রাজুকে প্রশাসন গ্রেপ্তার করে এবং অমানুষিক নির্যাতন করে?’

মেয়র আরও বলেন, ‘গত তিনদিনে আমার কর্মী নিজাম উদ্দিন মিকনসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে প্রশাসন। আমার ছেলেকে আহত করল। ইট দিয়ে মাথা ফাটিয়ে চৌচির করে দিয়েছে। কিন্তু একটা আসামি ধরল না প্রশাসন। আমার ছেলে অসুস্থ অবস্থায় বাড়িতে কাতরাচ্ছে। যারা হামলা করেছে তাদের গ্রেপ্তার না করে আমার ছেলেদের গ্রেপ্তার করে যাচ্ছে।’

প্রসঙ্গত, গত বুধবার (২১ এপ্রিল) ভোর সাড়ে ৪টায় নিজের অনুসারী স্বপন মাহমুদের ফেসবুক থেকে লাইভে এসে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা কোম্পানীগঞ্জে স্বাভাবিক জনজীবন ফিরিয়ে আনতে শান্তির ডাক দেন।

সুজন/বুলাকী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়