ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিপন্ন প্রজাতির চিতা বিড়াল লাউয়াছড়ায় অবমুক্ত

মৌলভীবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৩, ২৪ এপ্রিল ২০২১   আপডেট: ০৮:৩৫, ২৪ এপ্রিল ২০২১
বিপন্ন প্রজাতির চিতা বিড়াল লাউয়াছড়ায় অবমুক্ত

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে একটি বিপন্ন প্রজাতির চিতা বিড়াল অবমুক্ত করা হয়েছে।

শুক্রবার (২৩ এপ্রিল) বিকেলে বিড়ালটিকে লাউয়াছড়ার জানকিছড়া রেসকিউ সেন্টার থেকে অবমুক্ত করা হয়।

আরো পড়ুন:

বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী বিষয়টি জানিয়েছেন।

বন বিভাগ সূত্রে জানা যায়, চলতি বছরের ৬ জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে খবর পেয়ে সুনামগঞ্জ থেকে এই চিতা বিড়ালের বাচ্চা উদ্ধার করে মৌলভীবাজারে নিয়ে আসে বনবিভাগ। দীর্ঘদিন লাউয়াছড়া রেসকিউ সেন্টারে রেখে সেবা যত্ন করে বড় করার পর অবশেষে এই চিতা বিড়ালকে শুক্রবার বিকেলে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।

রেজাউল করিম চৌধুরী বলেন, ‘আমরা রেসকিউ সেন্টারে রেখে প্রয়োজনীয় সেবা দিয়ে বড় করেছি। সে নিজে নিজে বেঁচে থাকার জন্য উপযোগী হয়ে গেছে তাই বনে অবমুক্ত করা হয়েছে। রেসকিউ সেন্টারে নিয়মিত কোয়েল পাখি, মাছসহ বিভিন্ন খাবার দেওয়া হতো তাকে।’

এ সময় উপস্থিত ছিলেন— বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা মির্জা মেহেদি সারোয়ার, লাউয়াছড়ার রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম, লাউয়াছড়া জীব বৈচিত্র্য রক্ষা আন্দোলনেরর যুগ্ম-আহ্ববায়ক শামছুল হক প্রমুখ।

সাইফুল্লাহ/বুলাকী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়