ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

নরসিংদীতে ৪ হাজার ছাড়ালো করোনা আক্রান্তের সংখ্যা

নরসিংদী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৬, ৩০ এপ্রিল ২০২১  
নরসিংদীতে ৪ হাজার ছাড়ালো করোনা আক্রান্তের সংখ্যা

ফাইল ফটো

নরসিংদীতে ৪ হাজার ছাড়িয়েছে করোনায় আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। 

শুক্রবার (৩০ এপ্রিল) দুপুরে এ তথ্য জানিয়েছেন নরসিংদীর সিভিল সার্জন মো. নূরুল ইসলাম। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের মোট সংখ্যা দাঁড়াল ৪ হাজার ১৯ জনে। 

সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টায় ১২৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। রাজধানীর মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথে (আইপিএইচ) এর পরীক্ষায় ২৯ জন করোনা পজিটিভ শনাক্ত হন। এরমধ্যে ৪ জন পুরাতন।

আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ২০ জন, পলাশে ৮ জন ও শিবপুরের ১ জন।

এ পর্যন্ত শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ২৫৪৬ জন, শিবপুরে ৩৪৭জন, পলাশে ৫০৬ জন, মনোহরদীতে ২২৯ জন, বেলাবোতে ১৮০ জন, রায়পুরাতে ২১১ জন।

নরসিংদী জেলা থেকে এ পর্যন্ত ২৪ হাজার ৩৫৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। বর্তমানে হাসপাতাল আইসোলেশনে আছেন ২২ জন ও হোম আইসোলেশনে রয়েছেন ২৮৯ জন।

জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৬১ জন। এর মধ্যে নরসিংদী সদরে ৩২ জন, পলাশের ৫ জন, বেলাবতে ৬ জন, রায়পুরায় ৮ জন, মনোহরদীতে ৩ জন ও শিবপুরে ৭ জন।

এইচ মাহমুদ/সনি

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়