ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

নরসিংদীতে দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ১০

নরসিংদী প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩১, ১৬ মে ২০২১   আপডেট: ১৮:৩২, ১৬ মে ২০২১
নরসিংদীতে দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ১০

নরসিংদীর সদর উপজেলার দুর্গম চরাঞ্চল আলোকবালি গ্রামে আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে দুইপক্ষের সংঘর্ষে দুইজন গুলিবিদ্ধসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে।

রোববার (১৬ মে) সকালে সংঘর্ষ হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আলোকবালি এলাকার রায়হান মেম্বার ও আসাদুল্লাহর মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে। শনিবার (১৫ মে) বিকেলে দুইগ্রুপের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এরই জের ধরে আজ সকালে দুইপক্ষ আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে সংর্ঘষে জড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংঘর্ষে দুইপক্ষের অন্তত ১০ জন আহত হয়। গুলিবিদ্ধ রায়হান মেম্বারের সমর্থক সজল ইসলাম টুকু ও মুরাদ মিয়াকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বাকি আহতদের নরসিংদী সদর হাসপাতাল ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান সদর মডেল থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার চৌধুরী দত্ত। 
 

হানিফ/বকুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়