Risingbd Online Bangla News Portal

ঢাকা     মঙ্গলবার   ১৫ জুন ২০২১ ||  আষাঢ় ১ ১৪২৮ ||  ০৩ জিলক্বদ ১৪৪২

সিলেটে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৩৮১

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৮, ১৮ মে ২০২১  
সিলেটে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৩৮১

সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে নতুন করে আরও ২ জনের মৃত্যু হয়েছে। দু’জনই সিলেট জেলার বাসিন্দা। এ নিয়ে বিভাগে করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ৩৮১ জনে।

এর মধ্যে রয়েছেন সিলেট জেলায় ৩০৬ জন, সুনামগঞ্জ জেলায় ২৮ জন, হবিগঞ্জ জেলায় ১৮ জন ও মৌলভীবাজার জেলায় ২৯ জন।

মঙ্গলবার (১৮ মে) সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া ও পরিসংখ্যানবিদ মতিউর রহমান স্বাক্ষরিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নতুন করে ৬৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৪৭ জনই সিলেট জেলার বাসিন্দা। এ নিয়ে বিভাগে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়লো ২১ হাজার ৫৭৯ জনে।  

প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৪ ঘন্টায় হাসপাতালে এবং বাসায় আইসোলেশনে থাকা ৪৯জন করোনামুক্ত হয়েছেন।  এতে এ পর্যন্ত বিভাগে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়লো ২০ হাজার ৪৪৮ জনে।

গত বছরের ৫ এপ্রিল সিলেটে প্রথম করোনা রোগী শনাক্ত হন।  আর ১৫ এপ্রিল প্রথম করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়।

সিলেট/নোমান/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়