ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

তিস্তার পানি কমলেও আতঙ্ক কমছে না বাসিন্দাদের

লালমনিরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৯, ৩১ মে ২০২১   আপডেট: ১৪:৪৫, ৩১ মে ২০২১

তিস্তা নদীর পানি কমতে শুরু করেছে। কিন্তু এর পরেও তিস্তা পাড়ের বাসিন্দাদের মধ‌্যে আতঙ্ক কমছে না।

সোমবার (৩১ মে) সকাল ৬টায় তিস্তা নদীর পানি নীলফামারীর দোয়ানী ব্যারাজ পয়েন্টে বিপৎসীমার ৭০ সেন্টিমিটার নিচ পানি প্রবাহিত হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ডের ডালিয়ার নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম ঘটনার সত‌্যতা নিশ্চিত করেছেন।

রবিউল ইসলাম জানান, গত তিন দিনের বৃষ্টিতে তিস্তার পানি বাড়তে থাকে। রোববার (৩০ মে) সন্ধ্যা ৬টায় পানি বিপৎসীমার ৪০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল।

এতে তিস্তার বাম তীরে ভাঙন শুরু হয়। বেশ কিছু ভিটেবাড়িও চলে যায় নদী গর্ভে। জীবন বাঁচাতে বাড়িঘর সরিয়ে ডান তীরের চরে আশ্রয় নিয়েছেন স্থানীয়রা।

এছাড়া, ব্যারাজের সবগুলি জলকপাট খোলা রাখা রয়েছে। এরপরেও আজ সকালে তিস্তায় পানি কমেছে। আজ সকাল ৬টা তিস্তা নদীর পানি দোয়ানী ব্যারাজ পয়েন্টে বিপৎসীমার ৭০ সেন্টিমিটার নিচ পানি প্রবাহিত হচ্ছে।

এদিকে, পানি কমার পরও তিস্তা পারের বাসিন্দাদের মধ‌্যে তীব্র আতঙ্ক দেখা গেছে। জেলার আদিতমারী উপজেলার মহিষখোঁচা ইউনিয়নের বালাপাড়া গ্রামের মস্তিয়ার, গোলাম সোবহান, জিয়া, মহুবার, দুলালের বাড়িভিটে নদীর পানিতে ভেঙে গেছে। তারা খুব অসহায় জীবন-যাপন করছেন।

ভাঙন আতঙ্কে আছেন এই এলাকার অনেক বাসিন্দা। এদের মধ‌্যে বিধবা তাহেরুন্নেছা, বিধবা ফরিহা, কহিনুর, নুর ইসলাম, মহুবার রহমান বসত ভিটে ভাঙার আতঙ্কে নির্ঘুম রাত পার করেছেন।

লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ড এর নির্বাহী প্রকৌশলী রাইজিংবিডিকে জানান, নদীর পানি বাড়লেও, নদীতে এই মুহূর্তে পানি কম। পানি একটু বাড়লেও এখন আর পানি নেই। বিপৎসীমার ৭০ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

ফারুক/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়