ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সিদ্ধিরগঞ্জে মাদ্রাসাছাত্র খুন, মা পলাতক 

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৩, ৩১ মে ২০২১   আপডেট: ১৩:৪৪, ৩১ মে ২০২১
সিদ্ধিরগঞ্জে মাদ্রাসাছাত্র খুন, মা পলাতক 

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নিজ ঘরে খুন হয়েছেন নাজমুল সাকিব নাবিল (২০) নামে এক মাদ্রাসাছাত্র।

রোববার (৩০ মে) রাত ৮টার দিকে রক্তাক্ত অবস্থায় নাবিলকে উদ্ধার করে ঢাকা মেডিক‌্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

এরপর সেখানে চিকিৎসাধীন অবস্থায় মধ্যরাত ২টার দিকে তার মৃত্যু হয়।

সোমবার (৩১ মে) সকালে অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল-ক) ইমরান সিদ্দিকী ঘটনার সত‌্যতা নিশ্চিত করেছেন। 
সিদ্ধিরগঞ্জের পাইনাদী নতুন মহল্লা এলাকায় ঘটনাটি ঘটেছে।

নাবিল ডেমরার গলাকাটা এলাকায় দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার ছাত্র এবং তিনি আলিম পরীক্ষার্থী ছিলেন।

নিহতের বাবা ছগির আহমেদের বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান জানান, রোববার সকাল ৮টায় তিনি তার কর্মস্থল ব্যাংকে যান। রাত ৮টায় বাসায় ফিরে ঘর তালাবদ্ধ দেখতে পান। পরে তার কাছে থাকা দ্বিতীয় চাবি দিয়ে তালা খুলে দেখেন রক্তাক্ত অবস্থায় তার ছেলে আর্তনাদ করছে। তার বুকে পেটে মাথায় ধারালো কিছুর আঘাতের চিহ্ন। এসময় স্ত্রী নাছরিন বেগমকে (৪০)  বাসায় পাননি।  ছেলেকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে সিদ্ধিরগঞ্জে সাইনবোর্ড প্রো-অ্যাকটিভ মেডিক‌্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান তিনি। সেখানে অবস্থার বেগতিক দেখে তাকে ঢাকা মেডিক‌্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে রাত ২টার দিকে নাবিল মারা যায়।

ওসি আরও জানান, ছগির আহমেদের সঙ্গে কারো কোনো শত্রুতা নেই। তার স্ত্রী মানসিক ভারসাম্যহীন ছিলেন। মাঝে মাঝে তার স্মৃতিশক্তি লোপ পায়। ধারণা করা হচ্ছে, তার স্ত্রী ছেলেকে খুন করে কোথাও চলে গেছে।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল-ক) ইমরান সিদ্দিকী ও সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত নাবিলের লাশ ঢাকা মেডিক‌্যাল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

রাকিব/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়