ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সেতুর রেলিং ভেঙে গাড়ি নিচে পরে আহত ৪

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০১, ৯ জুন ২০২১  
সেতুর রেলিং ভেঙে গাড়ি নিচে পরে আহত ৪

মুন্সীগঞ্জ সদর উপজেলার মুক্তারপুরে সেতুর রেলিং ভেঙে ওষুধ কোম্পানির একটি গাড়ি নিচে পড়ে গেছে। এ ঘটনায় চারজন গুরুতর আহত হয়েছে।

বুধবার (৯ জুন) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

মুন্সীগঞ্জ সদর ট্রাফিক পুলিশ ইন্সপেক্টর (প্রশাসন) মো. বজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আহতরা হলেন— ওষুধ কোম্পানির সুপারভাইজার বেলাল হোসেন (৩২), গাড়ির হেলপার বাচ্চু (৩২), চালক রাসেল মুন্সি (৩০) ও পথচারী মামুন (৩২)।

মো. বজলুর রহমান জানান, যাত্রীবাহী একটি অটোরিকশা মুন্সীগঞ্জ থেকে নারায়ণগঞ্জে যাচ্ছিল। পথিমধ্যে সেতুতে অবস্থানকালে ওভারটেক করতে গিয়ে উল্টো পথে মুন্সীগঞ্জগামী ওষুধ কোম্পানির কাভার্ডভ্যানের সামনে এসে পড়ে। এসময় যাত্রীদেরকে বাঁচাতে বামে ঘুরলে রেলিং ভেঙে নিচে পড়ে যায় কাভার্ডভ্যানটি। এরপর সেটি সেতুতে উঠবার সিঁড়ি ও একটি হিমাগারের মধ্যবর্তী স্থানে আটকে থাকে। এ ঘটনায় ওষুধ কোম্পানির সুপারভাইজার, চালক, হেলপার ও এক পথচারী আহত হয়েছেন। তাদেরকে ঢাকা মেডিক‌্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রতন/বুলাকী

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়