ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

চট্টগ্রামে উদ্বেগজনক হারে বাড়ছে করোনা সংক্রমণ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৭, ১৪ জুন ২০২১   আপডেট: ১২:০৯, ১৪ জুন ২০২১
চট্টগ্রামে উদ্বেগজনক হারে বাড়ছে করোনা সংক্রমণ

বন্দরনগরী চট্টগ্রামে আবারও উদ্বেগজনকভাবে করোনার সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। গত এক মাসে সংক্রমণ কমে আসার লক্ষণ দেখা গেলেও গত দুই দিন ধরে সংক্রমণ ও মৃত্যু দুটোই বাড়ছে।

চট্টগ্রাম নগরী ও জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ২২৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। একই সময়ে মৃত্যুবরণ করেছেন ৩ জন। এছাড়া, এর আগের দিনও করোনায় ৩ জনের মৃত্যু হয়।

সোমবার (১৪ জুন) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য নিশ্চিত করেছে।

সিভিল সার্জন দপ্তর থেকে প্রাপ্ত করোনার সর্বশেষ প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের সরকারি-বেসরকারি ১০টি ল্যাবে ৯১৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২২৫ জনের করোনা শনাক্ত হয়েছে।  এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্ত ৫৫ হাজার ৩২ জন। এদিকে, করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন থাকা ৩ জনের মৃত্যু ঘটেছে ২৪ ঘণ্টায়। এর আগের দিনও মারা গেছে ৩ জন।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, ‘স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী চট্টগ্রামসহ দেশের ৪৫টি জেলাতে সংক্রমণ বৃদ্ধির ঝুঁকিতে রয়েছে। দেশে করোনার ভারতীয় ভেরিয়েন্ট শনাক্তের পর থেকে সীমান্তবর্তী জেলাগুলোতে মৃত্যুর হার বৃদ্ধি পাচ্ছে।

চট্টগ্রাম বিভাগের সীমান্তবর্তী জেলাগুলোতে করোনায় মৃত্যুর হার প্রায় ১২ শতাংশ বলে সিভিল সার্জন জানান।

চট্টগ্রাম/রেজাউল/বুলাকী

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়