ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

খুলনার করোনা হাসপাতালে লিকুইড অক্সিজেন প্লান্ট স্থাপন

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৬, ১৮ জুন ২০২১   আপডেট: ০৮:৪৮, ১৮ জুন ২০২১
খুলনার করোনা হাসপাতালে লিকুইড অক্সিজেন প্লান্ট স্থাপন

খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতালে স্থাপিত লিকুইড অক্সিজেন প্লান্ট

তিনমাস ধরে পত্র চালাচালির পর অবশেষে খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে লিকুইড অক্সিজেন প্লান্ট স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুন) প্লানটি স্থাপন সম্পন্ন হয়।

এ অক্সিজেন প্লানটি চালু হলে ডেডিকেটেড করোনা হাসপাতালে ভর্তি রোগীরা কম খরচসহ আরও সহজে অক্সিজেন সুবিধা পাবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

শুক্রবার (১৮ জুন) সকালে বিষয়টি জানিয়েছেন খুলনা মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ।

করোনা হাসপাতালের একটি সূত্র জানায়, খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে লিকুইড অক্সিজেন প্লান্ট স্থাপনের জন্য দায়িত্বপ্রাপ্ত হয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অপর একটি প্রতিষ্ঠান স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (এইচইডি)। এজন্য এইচইডি থেকে স্বাস্থ্য অধিদপ্তরে পত্র দিয়ে ৯৭ লাখ টাকার একটি প্রস্তাবনা দেওয়া হয়। সেই থেকে গত তিনমাস ধরে পত্র চালাচালি চলে। অবশেষে চলতি মাসের প্রথম দিকে এ লিকুইড অক্সিজেন প্লান্টটি স্থাপনের কাজ শুরু হয়। বৃহস্পতিবার (১৭ জুন) প্লানটি স্থাপন সম্পন্ন হয়।

উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ জানান, খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে লিকুইড অক্সিজেন প্লান্ট স্থাপনে ব্যয় হয়েছে ৯৭ লাখ টাকা। এ অক্সিজেন প্লানটি চালু হলে ডেডিকেটেড করোনা হাসপাতালে ভর্তি রোগীরা কম খরচসহ আরও সহজে অক্সিজেন সুবিধা পাবে।

খুলনা/নূরুজ্জামান/বুলাকী

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়