ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

টাঙ্গাইলে লকডাউনের সিদ্ধান্ত আসছে

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৪, ১৯ জুন ২০২১   আপডেট: ১৪:৩৫, ১৯ জুন ২০২১
টাঙ্গাইলে লকডাউনের সিদ্ধান্ত আসছে

টাঙ্গাইলে সপ্তাহকাল ধরেই করোনার সংক্রমণ বেড়েছে। ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৯২ জনের করোনা শনাক্ত হয়েছে।  

২৫৪ জনের নমুনা পরীক্ষায় এই ৯২ জন শনাক্ত হয়। নমুনা বিবেচনায় শনাক্তের হার ৩৫ দশমিক ৬৬ শতাংশ।

এর আগে শুক্রবার (১৮ জুন) ৩৩৫ জনের নমুনা পরীক্ষা করে ১৪৫ জন শনাক্ত হয়। শনাক্তের হার ছিলো ৪৩ দশমিক ২৮ ভাগ। বৃহস্পতিবার (১৭ জুন) ৩১৩ জনের নমুনা পরীক্ষায় ১১৩ জন শনাক্ত হয়।  শনাক্তের হার ছিলো ৩৬ দশমিক ১০ ভাগ।

জেলা স্বাস্থ্যবিভাগ সূত্রে জানা যায়, শনিবার (১৯ জুন) সকাল পর্যন্ত জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬ হাজার ৬২ জনে। করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ৯৬জন।  

করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন জেলা প্রশাসন। প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক লকডাউনের চিন্তাভাবনা চলছে। এ ব্যাপারে রোববার (২০ জুন) দুপুরে জেলা করোনা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাব উদ্দিন খান। সভায় লকডাউনের মেয়াদসহ সার্বিক বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

সিভিল সার্জন বলেন, রোববার জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় টাঙ্গাইল সদর উপজেলা, মির্জাপুর ও কালিহাতী উপজেলা লকডাউনের সিদ্ধান্ত আসতে পারে। এ ছাড়াও বাকি ৯ টি উপজেলায় স্বাস্থ্যবিধি নিশ্চিতসহ মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করতে কঠোর সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি বলেন, রোববার মিটিংয়ে লকডাউনের সার্বিক বিষয় জানা যাবে।

আবু কাওছার/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়