ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গাজীপুরে ঝুটের গুদামে আগুন

গাজীপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪০, ২৭ জুন ২০২১   আপডেট: ১০:২২, ২৭ জুন ২০২১

গাজীপুর মহানগরীর কোনাবাড়ি আমবাগ এলাকায় ঝুটের গুদামে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট।

রোববার (২৭ জুন) সকাল ৭টার দিকে স্থানীয় সোহেল তাজের ঝুটের গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়।

আরো পড়ুন:

বিষয়টি নিশ্চিত করেছেন জয়দবেপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ।

স্থানীয়দের বরাত দিয়ে জয়দবেপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ জানান,  সকাল ৭টার দিকে সোহেল তাজের ঝুটের গুদামে আগুন লাগে। মুহূর্তের মধ্যে পাশের মিজান শেখ, গিয়াসউদ্দিন, করিম, শাহ আলম, এনামুলের ঝুটের গুদামসহ আরও অন্তত ১০ ঝুটের গুদামে ছড়িয়ে পড়ে। এতে গুদামে রাখা সুতা, কাপড়সহ বিপুল পরিমাণ ঝুটের মালামাল পুড়ে যায়। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট  ও কাশিমপুর ডিবিএল ১টি ইউনিট ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করছে।

পুরোপুরি আগুন নিয়ন্ত্রেণে আনতে একটু সময় লাগবে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলেও জানান এই কর্মকর্তা।

রেজাউল/বুলাকী

সর্বশেষ

পাঠকপ্রিয়