ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পাবনায় করোনা উপসর্গে নারী সাংবাদিকের মৃত্যু

পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:৩২, ২৭ জুন ২০২১  
পাবনায় করোনা উপসর্গে নারী সাংবাদিকের মৃত্যু

পাবনার স্থানীয় দৈনিক স্বতঃকণ্ঠের বার্তা সম্পাদক মাহমুদা নাসরিন (৫০) করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন।

শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পাবনা রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নাসরিন সদর উপজেলার টিকোরী গ্রামের মৃত লিয়াকত আলীর স্ত্রী। তিনি সদরের গাছপাড়া এলাকায় নিজ বাড়িতে বসবাস করতেন। মাহমুদা নাসরিন দীর্ঘ এক মাস যাবত অসুস্থতায় ভুগছিলেন।

মৃত্যুকালে তিনি এক ছেলে, এক মেয়ে রেখে গেছেন।

মাহমুদা নাসরীনের মৃত্যুতে তার আত্মার মাগফিরাত কামনা ও শোক-সন্তপ্ত পরিবারের সকল সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, সম্পাদক সৈকত আফরোজ আসাদ, সাবেক সভাপতি রবিউল ইসলাম রবি, অধ্যাপক শিবজিত নাগ, সাবেক সম্পাদক আঁখিনূর ইসলাম রেমন, পাবনা রিপোর্টার্স ইউনিটির সভাপতি হাবিবুর রহমান স্বপন, দৈনিক স্বত:কন্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক নুর উদ্দিন শফি কাজল।

শাহীন রহমান/নাসিম

সর্বশেষ

পাঠকপ্রিয়