ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ফোন করলেই বাড়ি পৌঁছে যাচ্ছে অক্সিজেন সিলিন্ডার

জেলা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:৫৬, ৭ জুলাই ২০২১   আপডেট: ০৮:১৩, ৭ জুলাই ২০২১
ফোন করলেই বাড়ি পৌঁছে যাচ্ছে অক্সিজেন সিলিন্ডার

লক্ষ্মীপুরে করোনা আক্রান্ত রোগীদের ফোন পেলেই বাড়িতে বাড়িতে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেয়া হচ্ছে। মঙ্গলবার (০৬ জুলাই) বিকালে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

করোনা আক্রান্ত রোগীদের জরুরি অক্সিজেন সেবা ও করোনায় মৃত ব্যক্তির মৃতদেহ দাফন কার্যক্রমে সহযোগীতা করার এ উদ্যোগ গ্রহণ করেছে লক্ষ্মীপুর জেলা যুবলীগ। আর্ত মানবতার সেবায় এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন জেলা যুবলীগ সভাপতি।

শহরের দলীয় কার্যালয়ে জেলা যুবলীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম সালাহ্ উদ্দিন টিপু এ কার্যক্রমের উদ্বোধন করেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, যুবলীগ নেতা জাকির হোসেন, তফসির, মিজানুর রহমান প্রমুখ।

যুবলীগের নির্ধারিত স্বেচ্ছাসেবীদের মাঝে পিপিই, হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, হ্যান্ড গ্লাভস ও গ্যাস সিলিন্ডার সহ যাবতীয় উপকরণ বিতরণ করা হয়।

জেলা যুবলীগ সভাপতি সালাহ্ উদ্দিন টিপু বলেন, করোনা মহামারির এই ক্রান্তিকালে অসহায় মানুষের পাশে সকল সেবা কার্যক্রম নিয়ে দাঁড়ানোর প্রত্যয়ে আমাদের এই উদ্যোগ। মহামারির শুরু থেকেই যুবলীগ কর্মীরা নিজস্ব অর্থায়নে অসহায়দের সাহায্যার্থে বিভিন্নভাবে তৎপর রয়েছে।

লকডাউনের এই সময়ে গত কয়েকদিন থেকে অভুক্ত মানুষকে এক বেলা খাবার সহযোগীতা দিতে জেলা শহরের দলীয় কাযালয় থেকে যুবলীগ কর্মীরা রান্না করা খাবার বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে বলে জানান তিনি।

জাহাঙ্গীর লিটন/নাসিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়