ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আলোচিত পৌর মেয়র মুক্তার আলী ঈশ্বরদীতে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৩, ৯ জুলাই ২০২১   আপডেট: ১০:০৫, ৯ জুলাই ২০২১
আলোচিত পৌর মেয়র মুক্তার আলী ঈশ্বরদীতে গ্রেপ্তার

গ্রেপ্তার মেয়র মুক্তার আলী

রাজশাহীর আড়ানী পৌরসভার আলোচিত মেয়র মুক্তার আলীকে অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৯ জুলাই) সকালে রাজশাহীর পুলিশ সুপার (এসপি) এবিএম মাসুদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

এসপি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী জেলা পুলিশের গোয়েন্দা শাখার একটি দল এএসপি (ডিএসবি) রুবেল আহমেদ এবং ডিবি ইন্সপেক্টর আতিকের নেতৃত্বে পাবনা জেলার ঈশ্বরদী থানার পাকশীতে শুক্রবার ভোর ৫টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।  পরবর্তীতে তাকে নিয়ে অভিযান চালানোর বাঘা থানার আড়ানীতে মেয়রের নিজ বাড়ি তল্লাশি অভিযান চালিয়ে তার দেখানো স্থান থেকে চার বোতল ফেনসিডিল, একশ গ্রাম গাঁজা, নগদ একলাখ ৩২ হাজার টাকা এবং দেশিয় অস্ত্র জব্দ করা হয়।

উল্লেখ্য, গত ৭ জুলাই মুক্তার আলীর বাড়িতে অভিযান চালিয়ে চারটি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গোলাবারুদ, মাদকদ্রব্য এবং প্রায় এক কোটি টাকা জব্দ করে রাজশাহী জেলা পুলিশ। সে সময় মেয়রের স্ত্রী এবং দুই ভাতিজাকে গ্রেপ্তার করে পুলিশ। সে সময় মুক্তার আলীসহ তার স্ত্রী, ছেলে এবং দুই ভাতিজার বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করা হয়। তখন থেকেই তিনি পলাতক ছিলেন।

আরও পড়ুন: পৌর মেয়রের বাড়ি থেকে মাদক-কোটি টাকাসহ ৪ বিদেশি পিস্তল জব্দ

রাজশাহী/তানজিমুল/বুলাকী

সর্বশেষ

পাঠকপ্রিয়