ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফতুল্লায় আধিপত্য বিস্তার নিয়ে যুবককে ছুরিকাঘাতে হত্যা 

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:০৩, ১৮ জুলাই ২০২১  
ফতুল্লায় আধিপত্য বিস্তার নিয়ে যুবককে ছুরিকাঘাতে হত্যা 

নারায়ণগঞ্জের ফতুল্লায় আধিপত্য বিস্তার ও মাদক ব্যবসায় বাঁধাকে কেন্দ্র করে ইমন নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা ও আরো দুজনকে জখম করে আহত করা হয়েছে।

শনিবার (১৭ জুলাই) রাত সাড়ে ১০টায় পশ্চিম দেওভোগ নগর এলাকায় হাজির মাঠে এঘটনা ঘটে। নিহত ইমন ওই এলাকার দেলোয়ার মিয়ার ছেলে ও মনির মিয়ার বাড়ির ভাড়াটিয়া।

আহত হানিফ জানান, দীর্ঘদিন যাবত আব্দুল্লাহ, ডেবিট ও শাহাদাত এলাকায় আধিপত্য বিস্তার ও মাদক বিক্রি করে আসছিল। এ নিয়ে নিহত ইমনের বড় ভাই ওমর মাদক ব্যবসায় তাদের বাঁধা দেয়। এতে প্রায়শ তাদের মাঝে ঝগড়া হতো। রাতে হঠাৎ করে ৩০/৩৫ জনের দল এসে ওমরকে না পেয়ে তার ছোট ভাই ইমনকে ছুরিকাঘাত করে আহত করে দুইজনকে কুপিয়ে জখম করে।

পরে আশেপাশের লোকজন উদ্ধার করে নারায়ণগঞ্জ ( ভিক্টোরিয়া) জেনারেল হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করে।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক রকিবুজ্জামান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হত্যার সাথে জড়িতদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

হাসান উল রাকিব/নাসিম

সর্বশেষ

পাঠকপ্রিয়