ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ময়মনসিংহে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৬, ১৯ জুলাই ২০২১   আপডেট: ১৪:৩৭, ১৯ জুলাই ২০২১
ময়মনসিংহে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

ময়মনসিংহের গফরগাঁওয়ে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুইজন নিহত হয়েছেন। এসময় তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও ইয়াবা জব্দ করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন র‌্যাবের দুই সদস্য। 

সোমবার (১৯ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব) ১৪-এর পরিচালক আবু নাঈম মো. তালাত।

নিহতরা হলেন— উপজেলার ধোপাঘাট নামাপাড়া এলাকার জামাল উদ্দিনের ছেলে সুমন মিয়া (৩০) ও একই এলাকার নুরুল হকের ছেলে আসাদুল।

র‌্যাব-১৪ পরিচালক পরিচালক জানান, সোমবার ভোর রাতে উপজেলার যশরা ইউনিয়নের বারইল গ্রামে সংঘবদ্ধ কয়েকজন ব্যক্তিকে দেখে র‌্যাবের টহল টিম রাস্তায় গাড়ি থামায়।  র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ওরা পালাতে শুরু করে। এসময় র‌্যাব সদস্যদের সন্দেহ হলে তাদের পিছু নেয়। তখন হঠাৎ ওরা র‌্যাব সদস্যদের উদ্দেশ্য করে গুলি চালায়। আত্মরক্ষার জন্য র‌্যাব পাল্টা গুলি চালালে ওরা পালিয়ে যায়।
পরে পুলিশ ও স্থানীয়দের উপস্থিতিতে ঘটনাস্থল তল্লাশি করে আহত অবস্থায় দুই জনকে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

র‌্যাব-১৪ পরিচালক আরও জানান, ধারণা করা হচ্ছে এরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। তবে নিহতদের পরিচয় জানাতে পারেনি র‌্যাব।

মিলন/বুলাকী 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়