ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়ায় লকডাউন বাস্তবায়নে প্রশাসনের ব্যাপক তৎপরতা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৬, ২৩ জুলাই ২০২১  
ব্রাহ্মণবাড়িয়ায় লকডাউন বাস্তবায়নে প্রশাসনের ব্যাপক তৎপরতা

সরকার ঘোষিত কঠোর লকডাউনে প্রথম দিনে শুক্রবার (২৩ জুলাই) সকাল থেকেই ব্রাহ্মণবাড়িয়া শহরের বিভিন্ন পয়েন্টে প্রশাসনের তৎপরতা জোরদার করা হয়েছে। 

লকডাউন চলাকালে শহরে ঔষধের দোকান, ফলের দোকান, খাবার দোকান ছাড়া শহরের সবধরনের ব্যবসা প্রতিষ্ঠান ও বিপনী বিতান বন্ধ রয়েছে। জরুরি কাজ ছাড়া বিনা কারণে শহরে প্রবেশকারীদের ভ্রাম্যমাণ আদালত ও পুলিশের চেকপোস্টে জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হচ্ছে। 

মহাসড়কগুলোতে পণ‌্যবাহী ট্রাক চলাচল করছে। তবে বন্ধ রয়েছে দূরপাল্লার সবধরনের গণপরিবহন। সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে শহরে মাইকিং করা হচ্ছে।

দুপুরে সদর ইউএনও পঙ্কজ বড়ুয়া জানান, করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকার ঘোষিত সর্বাত্মক কঠোর লকডাউন বাস্তবায়নে জেলা শহরসহ ৯টি উপজেলাতে ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে রয়েছেন। পাশাপাশি জেলা শহরসহ ৯টি উপজেলায় পুলিশ, সেনাবাহিনী ও ব‍্যাটালিয়ন আনসাররা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে রয়েছেন। 

তিনি আরও জানান, সরকার ঘোষিত কঠোর বিধি-নিষেধ বাস্তবায়ন করা হচ্ছে। পাশপাশি বিধি-নিষেধ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মাইনুদ্দীন রুবেল/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়