ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

চট্টগ্রামে কোরবানির মাংস পেলেন সহস্রাধিক অসহায়

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৮, ২৩ জুলাই ২০২১   আপডেট: ২০:৪৩, ২৩ জুলাই ২০২১
চট্টগ্রামে কোরবানির মাংস পেলেন সহস্রাধিক অসহায়

‘মানবতার স্পর্শে, দূর হোক অন্ধকার’ এই স্লোগানকে ধারণ করে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামের ‘সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন’ সহস্রাধিক অসহায় মানুষকে কোরবানির মাংস বিতরণ করেছে।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে অসহায় মানুষের পাশে দাঁড়াতে মানবিক কার্যক্রমের অংশ হিসেবে শুক্রবার (২৩ জুলাই) চট্টগ্রাম নগরীতে সহস্র অসহায় দরিদ্র মানুষের হাতে কোরবানির মাংস তুলে দেয়।

বিকেলে মাংস বিতরণের মানবিক কার্যক্রমের উদ্বোধন করেন সংস্থার চট্টগ্রাম মহানগর শাখার উপদেষ্টা অ‌্যাডভোকেট মেহেদি হাসান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সেভ দ্য ফিউচার ফাউন্ডেশনের চট্টগ্রাম মহানগর শাখার উপদেষ্টা আক্কাস উদ্দীন, চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সভাপতি অ‌্যাডভোকেট নুরুল আলম, সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন শাহ ইমন, মোহাম্মদ মামুন, চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি মো. আশরাফ উল্যাহ প্রমুখ।

সেভ দ্য ফিউচার ফাউন্ডেশনের নেতৃবৃন্দ জানান, এই সংস্থাটি মানবিক কার্যক্রমে চট্টগ্রাম নগরী ও নগরীর বাইরে দরিদ্র অসহায় মানুষের পাশে থাকতে চায় সব সময়। এই মানবিক কার্যক্রমের অংশ হিসেবে কোরবানির মাংস নিয়ে সহস্র অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে সংস্থাটি। এ ধরনের মানবিক কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালিত করা হবে বলে জানান সংস্থার নেতৃবৃন্দ।

রেজাউল করিম/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়