ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

কুষ্টিয়ায় করোনা ও উপসর্গ নিয়ে ১২ মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২০, ২৬ জুলাই ২০২১   আপডেট: ১১:২১, ২৬ জুলাই ২০২১
কুষ্টিয়ায় করোনা ও উপসর্গ নিয়ে ১২ মৃত্যু

কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে আরও ১২ জনের মৃত্যু হয়েছে।

রোববার সকাল ৮টা থেকে সোমবার (২৬ জুলাই) সকাল ৮টা পর্যন্ত গেল ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। এদের মধ্যে ১১ জনের করোনা পজেটিভ ও ১ জনের করোনা উপসর্গ ছিল।

বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা মেজবাউল আলম।

মেজবাউল আলম জানান, বর্তমানে হাসপাতালে ১৩৬ জন করোনায় আক্রান্ত রোগী ও ৭৪ জন উপসর্গ নিয়ে মোট ২১০ জন ভর্তি রয়েছে।

এদিকে, কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালের ৯ জন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন।

হাসপাতালের আবাসিক মেডিক‌্যাল অফিসার (আরএমও) ডা. মো. আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, আক্রান্ত ৯ জন ইন্টার্ন চিকিৎসক রয়েছে। করোনায় আক্রান্ত চিকিৎসকরা কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে করোনা রুগীদের চিকিৎসাসেবা দিয়ে আসছিল বলেও জানান তিনি।

পিসিআর ল্যাব ও জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় জেলায় ৬৬৬ জনের নমুনা পরীক্ষা করে ২২৩ জনের দেহে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৩% শতাংশ।

কাঞ্চন/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়