ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি ছরা থেকে গুলিবিদ্ধ মাঝি উদ্ধার

কক্সবাজার সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৪, ৩১ জুলাই ২০২১   আপডেট: ০৮:৫৫, ৩১ জুলাই ২০২১
রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি ছরা থেকে গুলিবিদ্ধ মাঝি উদ্ধার

কক্সবাজার টেকনাফের নয়াপাড়া রেজিস্ট্রার্ড ক্যাম্পের সাব মাঝি সৈয়দ আহমদকে পাহাড়ি ছরা থেকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা।

শুক্রবার (৩০ জুলাই) রাত সাড়ে ৯টায় বিষয়টি নিশ্চিত করেছেন ১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক পুলিশ সুপার (এসপি) তারিকুল ইসলাম তারিক।

আরো পড়ুন:

এসপি তারিকুল ইসলাম জানান, টেকনাফের শালবাগান সি-৭ ক্যাম্পের সামনে থেকে তাকে অপহরণ করে নিয়ে যায় পুতিয়া গ্রুপের পুতিয়া, দিলওয়ার শিয়াইল্যা, হামিদ ও আবুল বশরসহ আরও ৭/৮ জন সশস্ত্র সন্ত্রাসী অস্ত্রের মুখে জিম্মি করে তাকে পাহাড়ের দিকে নিয়ে যায়।

পরবর্তীতে শালবাগান ও জাদিমুড়া পুলিশ ক্যাম্প যৌথভাবে অভিযান পরিচালনাকালে জাদিমুড়া পুলিশ ক্যাম্প বি-১১ ব্লকের পাশ্বের কাঁটাতার সংলগ্ন পাহাড়ি ছরা থেকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে অ‌্যাম্বুলেন্সযোগে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এসপি আরও জানান, জিজ্ঞাসাবাদে পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন তিনি। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

তারেকুর/বুলাকী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়