ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

পরিবহন মালিক নেতা আলী আকবর করোনায় মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক, যশোর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১২, ৩১ জুলাই ২০২১  
পরিবহন মালিক নেতা আলী আকবর করোনায় মারা গেছেন

আলী আকবর

দেশের পরিবহন সেক্টরেরর অন্যতম নেতা আলী আকবর (৭৮) মারা গেছেন। তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।

শনিবার (৩১ জুলাই) বেলা ১১টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আলী আকবর স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়েসহ বহু আত্মীয়-স্বজন, গুণগ্রাহী রেখে গেছেন।

বড় ছেলে আব্দুর রহমান কিনা মৃত্যুর তথ্য নিশ্চিত করন। আলী আকবর যশোর শহরের খালধার রোড এলাকার বাসিন্দা ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি যশোর বাস মালিক সমিতির নেতৃত্ব ছিলেন।

ছেলে আব্দুর রহমান কিনা জানান, গত কোরবানির ঈদের সময় তার বাবা করোনায় আক্রান্ত হন। এরপর তাকে ঢাকার ইমপাল হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। সেখানে মৃত্যু হলে তিনি মরদেহ নিয়ে যশোরের উদ্দেশে রওনা হয়েছেন।

আলী আকবর যশোর জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির অতিরিক্ত মহাসচিব ছাড়াও স্থানীয় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন। 

মরহুমের জানাজা আজ শনিবার (৩১ জুলাই) রাত ৯টায় যশোর শহরের নিজ বাসভবনে অনুষ্ঠিত হবে। 

রিটন/বকুল  

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়