ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হিলি স্থলবন্দরে কাঁচা মরিচ আমদানি শুরু

মোসলেম উদ্দিন, দিনাজপুর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৪, ১৪ আগস্ট ২০২১   আপডেট: ১৩:২৫, ১৪ আগস্ট ২০২১
হিলি স্থলবন্দরে কাঁচা মরিচ আমদানি শুরু

৮ মাস বন্ধ থাকার পর আবারও ভারত থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে। 

শনিবার (১৪ আগস্ট) বেলা ১১টায় হিলির আমিরুল মল্লিক রয়েল নামের সিএন্ডএফ এজেন্টের প্রথম কাঁচা মরিচের একটি গাড়ি এ বন্দরে প্রবেশ করে।

সিএন্ডএফ আমিরুল মল্লিক রয়েল রাইজিংবিডিকে জানান, দীর্ঘ দিন কাঁচা মরিচের আমদানি বন্ধ থাকার পর এখন পারমিট পেয়েছি। আজ সকালে প্রথম আমার এক গাড়ি কাঁচা মরিচ আমদানি হয়েছে। ৩০০ টাকা ডলারে প্রায় ১৩ মেট্রিকটন কাঁচা মরিচ আনা হয়েছে। 

এ বিষয়ে হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি কারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন বলেন, দীর্ঘ ৮ মাস বন্ধের পর হিলির কাঁচা মরিচ আমদানি কারকরা পারমিট পেয়েছেন। ভারত থেকে মরিচ আমদানি বন্ধ থাকায় দেশি বাজারে মরিচের দাম অনেক গুণ বৃদ্ধি পেয়েছে।  আশা করছি, দেশি বাজারে মরিচের দাম স্বাভাবিক হবে।

মোসলেম/মাহি 

সর্বশেষ

পাঠকপ্রিয়