ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শাশুড়ির মদদে ধর্ষণের অভিযোগ বউয়ের, গ্রেপ্তার যুবলীগ নেতা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০০, ১৫ আগস্ট ২০২১   আপডেট: ১৮:০২, ১৫ আগস্ট ২০২১
শাশুড়ির মদদে ধর্ষণের অভিযোগ বউয়ের, গ্রেপ্তার যুবলীগ নেতা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে গৃহবধূকে ধর্ষণের মামলায় রবিউল ইসলাম রবু (৪২) নামের এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৪ আগস্ট) রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রোববার (১৫ আগস্ট) এসব তথ‌্য নিশ্চিত করেছেন গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দিলীপ কুমার।

রবিউল ইসলাম রবু রহনপুর পৌর যুবলীগের দপ্তর সম্পাদক। রহনপুর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক এনামুল হক বিজয় এ তথ‌্য নিশ্চিত করেছেন।

ওই গৃহবধূ সাংবাদিকদের বলেছেন, ‘কয়েক বছর আগে আমার বিয়ে হয়। জীবিকার তাগিদে আমার স্বামী চট্টগ্রাম চলে যায়। আমার শাশুড়ি এবং রবুর মধ‌্যে আগে থেকেই ঘনিষ্ট সম্পর্ক ছিল। সেই সুবাদে রবু আমার শ্বশুরবাড়িতে যাতায়াত করত। সে অনেকবার আমাকে কুপ্রস্তাব দিয়েছিল, কিন্তু আমি রাজি হইনি। গত রমজান মাসে শাশুড়ি আমার খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে দেয়। আমি ঘরে ঘুমিয়ে পড়ি। সে সময়ে আমার শাশুড়ির যোগসাজশেই আমাকে একাধিকবার ধর্ষণ করে রবু। আমার শাশুড়িকে সব কথা খুলে বললেও সে কথার উত্তর দেয়নি। আমার স্বামীকে তা জানালেও রবুর হুমকিতে সে চুপ হয়ে যায়। এসব কথা কাউকে বলতে মানা করে।’

ওই গৃহবধূর মা বলেন, ‘গত ১৬ মে হঠাৎ করেই আমার মেয়ে বাড়িতে চলে আসে। সে সময়ে তার মন খুব খারাপ ছিল। হঠাৎ বাড়ি আসার কারণ জানতে চাইলে আমার মেয়ে বলে, স্বামীর সঙ্গে রাগারাগি করে চলে এসেছি। কিন্তু রাগারাগির কারণ আমাকে জানায়নি।‘

তিনি আরও বলেন, ‘দুই মাস পরও শ্বশুরবাড়িতে না যাওয়ার কারণ জানতে চাইলে আমার মেয়ে বলে, তুমি যদি আমাকে শ্বশুরবাড়ি পাঠাও, তাহলে আমার লাশ দেখবে। শ্বশুরবাড়ির উপর এত ক্ষোভ কেন, এ বিষয়ে জানতে চাইলে, সে প্রসঙ্গ এড়িযে যাওয়ার চেষ্টা করছিল। তখন মনে হচ্ছিলো—কোনো সমস‌্যা আছে। তার কয়েকদিন পর খুব অনুরোধ করলে সে ধর্ষণের ঘটনা খুলে বলে। প্রথমে এ ঘটনা কাউকে জানাতে চাইনি। পরে আমাদের বাড়ির সবাই মিলে আলোচনা করে মামলা করার সিদ্ধান্ত নিই।’

ওই গৃহবধুর স্বামীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

গোমস্তাপুর থানার ওসি জানিয়েছেন, গতকাল শনিবার (১৪ আগস্ট) রাতে ওই গৃহবধূ গোমস্তাপুর থানায় এসে তার শাশুড়ি ও রবিউল ইসলাম রবুর বিরুদ্ধে মামলা করেছেন। রবিউল ইসলাম রবুকে গ্রেপ্তার করা হয়েছে।

শিয়াম/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়