বরিশাল থেকে সব রুটে বাস-লঞ্চ চলাচল শুরু
ফাইল ফটো
দীর্ঘ সাড়ে ৭ ঘণ্টা পর বরিশালের সবকটি রুটে বাস ও লঞ্চ চলাচল শুরু হয়েছে।
সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর অনুরোধে বৃহস্পতিবার (১৯ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে বাস ও লঞ্চ ধর্মঘট প্রত্যাহার করে নেন শ্রমিকরা। দুপুর ১টার পর থেকেই বাস চলাচল শুরু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও রুপাতলিস্থ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি পরিমল চন্দ্র দাস।
শ্রমিক ইউনিয়নের সভাপতি জানান, সাধারণ মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র অনুরোধের প্রেক্ষিতে বাস চলাচল শুরু করা হয়। তবে আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর হামলাকারীদের বিচার না হলে ফের ধর্মঘট দেওয়া হবে।
এদিকে, বরিশাল বন্দর কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, বুধবার রাতে সদর উপজেলার ইউএনও ও বরিশাল সিটি করপোরেশন কর্তৃপক্ষের ভেতর ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার জের ধরে লঞ্চ মালিকরা সকাল থেকে লঞ্চ চলাচল বন্ধ রাখে। এ বিষয়ে তাদের সঙ্গে কথা হয়েছে। তারা লঞ্চ ছাড়ার পক্ষে কথা বলেছেন। আশাকরি রাতে সবকটি লঞ্চ ঢাকার উদেশ্যে ছেড়ে যাবে।
অপরদিকে, হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর আহত ২৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মনিরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার চোখে গুলি লেগেছিলো বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম।
অন্যদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মহানগরীর বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে বলে জানান, পুলিশ কমিশনার মো. শাহাব উদ্দিন খান।
উল্লেখ্য, বুধবার রাতে বরিশাল সদর উপজেলা পরিষদ চত্ত্বরে সাঁটানো অবৈধ ব্যানার অপসারণকে কেন্দ্র করে সিটি মেয়রসহ আওয়ামী লীগের নেতাকর্মীর ওপর পুলিশ ও আনসারের রাতভর তিন দফা গুলি ও দফায় দফায় লাঠিচার্জের ঘটনা ঘটে। দফায় দফায় সংঘর্ষে আহত হন বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) প্যানেল মেয়র, প্রশাসনিক কর্মকর্তা, আওয়ামী লীগের পদবিধারী নেতাসহ অর্ধশতাধিক নেতাকর্মী। এছাড়া, কোতোয়ালি মডেল থানার ওসি গুলিবিদ্ধ হন। আহত হন জেলা আনসার কমান্ডারসহ পুলিশের দুইজন সদস্য।
ঘটনার পরপরই সিটি করপোরেশনে পরিছন্নকর্মীর উপজেলা পরিষদের সামনে ঢাকা-বরিশাল-পটুয়াখালী মহাসড়কের ওপর ময়লা-আবর্জনা স্তূপ করে রাখে। পাশাপাশি সিটি করপোরেশনের ময়লাবাহী ট্রাক ও ট্রলি রাস্তায় আড়াআড়িভাবে রেখে রাস্তা আটকে দেয়। তখন থেকেই সড়ক যোগযোগ বিছিন্ন থাকে।
বরিশাল/স্বপন/বুলাকী