ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

কাঠগড়ায় ওসি প্রদীপের ফোনালাপের ঘটনায় তদন্ত কমিটি 

কক্সবাজার সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩১, ২৫ আগস্ট ২০২১   আপডেট: ১৪:৩২, ২৫ আগস্ট ২০২১
কাঠগড়ায় ওসি প্রদীপের ফোনালাপের ঘটনায় তদন্ত কমিটি 

আলোচিত অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার সাক্ষ্য গ্রহণের সময় টেকনাফের বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশ কাঠগড়ায় বসে মুঠোফোনে কথা বলার ছবি প্রকাশ হওয়ার ঘটনা তদন্তে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (২৫ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) মো. হাসানুজ্জামান।

এসপি জানান,  বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশ কাঠগড়ায় বসে মুঠোফোনে কথা বলার ছবি প্রকাশ হওয়ার ঘটনায় সহাকরী শহর উপ-পরিদর্শক (এটিএসআই) শাহাবুদ্দিন, কনস্টেবল আব্দুল কাদের ও আব্দুছ সালামকে  সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। এই বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) পঙ্কজ বড়ুয়াকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির অন্যান্য সদস্যরা হলেন, পুলিশ সুপার (ডিএসবি) মো. শাহ নেওয়াজ এবং পুলিশ সুপার (ট্রাফিক) এমএম রাকিবুর রেজা।

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন বলেন, ‘এই বিষয়টি নিয়ে আদালতে কথা উঠেছে এবং এটি আদালত অবমাননা বলা হয়েছে। পরবর্তী এমন কার্যক্রমের জন্য আদালতের অনুমতি অবশ্যই প্রয়োজন বলছেন বিজ্ঞ বিচারক।'

তারেকুর/বুলাকী

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়