ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৫, ২৭ আগস্ট ২০২১  
স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় সপ্তম শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আল আমিন পারভেজ (২১) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) গভীর রাতে পৌর শহরের নাচনাপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  এ ঘটনায় বৃহস্পতিবার রাত দশটায় ওই শিক্ষার্থীর পিতা পারভেজকে আসামি করে কলাপাড়া থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে ওই স্কুলছাত্রীর বাবা-মা চাকামাইয়া ব্রিজের গোড়ায় নিজ দোকানে কর্মরত ছিলেন। এ সুযোগে বাড়ি ফাঁকা পেয়ে পারভেজ তার মেয়ের ওপর যৌন নিপীড়ন চালায়। শিক্ষার্থীর ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে পারভেজ পালিয়ে যায়। এর দুই মাস আগেও পারভেজ তাকে ধর্ষণ করে বলে শিক্ষার্থীর বাবা মামলায় উল্লেখ করেন।

কলাপাড়া থানার ওসি তদন্ত আসাদুজ্জামান জানান, শিক্ষার্থীকে মেডিক্যাল রিপোর্টের জন্য পটুয়াখালী হাসপাতালে পাঠানো হয়েছে। আসামি পারভেজকে আদালতে প্রেরণ করা হয়েছে।

ইমরান/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়