ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

তালা দিয়ে হোটেল বন্ধ করলেন কাদের মির্জা

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৮, ২৯ আগস্ট ২০২১  
তালা দিয়ে হোটেল বন্ধ করলেন কাদের মির্জা

বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার বিরুদ্ধে হোটেলে তালা মেরে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। রোববার (২৯ আগষ্ট) বিকেল সাড়ে ৫টার দিকে বসুরহাট পৌর বাজারের ফেন্সী হোটেল এন্ড রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কাদের মির্জার স্থানীয় রাজনৈতিক প্রতিপক্ষের নেতার বাসায় খাবার বিক্রি ও সরবরাহের অভিযোগ এনে অনুসারীদের সঙ্গে নিয়ে হোটেলে তালা মেরে বন্ধ করে দেন কাদের মির্জা। ঘটনার পর হোটেলের মালিকসহ অন্যান্য কর্মচারীরা হোটেলের বাইরে অবস্থান করছেন।

ফেন্সী হোটেল এন্ড রেস্টুরেন্টের মালিক সুরুজ মিয়া বলেন, ‘বিকেল সাড়ে ৫টার দিকে মেয়র সাহেব হোটেলে এসে জানতে চান- আমরা কোনখানে খানা দেই। আমাদের খানা কোথায় যায়? এসব বলে গালমন্দ করে আমাকে ও কর্মচারীদের হোটেল থেকে বের করে দিয়ে বন্ধ করে দেন। হোটেলের জন্য রান্না করা বিভিন্ন্ ধরণের খাবার ভেতরে রেখে বাইরে দিয়ে তালা মেরে দেন।’     

এ বিষয়ে জানতে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, ‘আমি পৌরসভার মেয়র, কোনো ত্রুটি না থাকলে কী আমি বন্ধ করি নাকি? জায়গা দখল করেছে, ময়লা আবর্জনা ফেলে স্তুপ করে রেখেছে।’ তিনি আরও বলেন, ‘এগুলো কী ওই অপশক্তিগুলো ও সন্ত্রাসীরা আপনাদের বলে? আপনারা বসে বসে এগুলো করেন?’- বলে তিনি ফোন কেটে দেন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার বলেন, ‘এমন তথ্য আমিও পেয়েছি। আমি এখন পুলিশ পাঠাচ্ছি। এটা নাকি সরকারি জায়গা এটা বলে বন্ধ করতে বলেছে। এ ঘটনায় এখনও কেউ অভিযোগ করেনি।’ তবে তিনি বিষয়টি খতিয়ে দেখছেন বলে জানান।  

গত শনিবার (২৭ মার্চ) রাত ৯টার দিকে কাদের মির্জার নেতৃত্বে বসুরহাটের আজমিরি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে উচ্ছেদ অভিযান চালিয়ে মালিক মো. জসিম উদ্দিনকে (৪০) মারধর করার অভিযোগ ওঠে।

সুজন/বকুল

সর্বশেষ

পাঠকপ্রিয়