ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

চট্টগ্রামে ওসি প্রদীপ দম্পতির বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৬, ১ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ১৫:০১, ১ সেপ্টেম্বর ২০২১
চট্টগ্রামে ওসি প্রদীপ দম্পতির বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ

দুদকের দায়ের করা অবৈধ সম্পদ অর্জনের মামলায় সাবেক বরখাস্ত ওসি প্রদীপ ও তার স্ত্রী চুমকি কারনের বিরুদ্ধে অভিযোগ পত্র গ্রহণ করেছেন আদালত।

বুধবার (১ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামের সিনিয়র স্পেশাল জজ শেখ আশফাকুর রহমানের আদালত শুনানি শেষে অভিযোগপত্র গ্রহণ করেন। এই সময় আদালতে উপস্থিত ছিলেন ওসি প্রদীপ। পলাতক রয়েছেন তার স্ত্রী চুমকি কারন। 

দুদকের আইনজীবী মাহমুদুল হক সত্যতা নিশ্চিত করেছেন।

মাহমুদুল হক জানান, মেজর সিনহা হত্যা মামলার প্রধান আসামি ওসি প্রদীপ ও তার স্ত্রী চুমকি কারনের বিরুদ্ধে ২ কোটি ৩৫ লাখ ৯৮ হাজার ৪১৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলা দায়ের করে দুদক। এই মামলায় এর আগে আদালতে দুদকের পক্ষ থেকে অভিযোগপত্র জমা দেওয়া হয়। আজ আদালতে ওসি প্রদীপের উপস্থিতিতে আদালত প্রদীপ ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করে মামলার বিচার শুরুর আদেশ দেন।

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়