ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

শায়েস্তাগঞ্জে উপহারের ঘর পেলেন আরও ২২ গৃহহীন

হবিগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৮, ৮ সেপ্টেম্বর ২০২১  
শায়েস্তাগঞ্জে উপহারের ঘর পেলেন আরও ২২ গৃহহীন

মুজিববর্ষ উপলক্ষে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়েছেন আরও ২২ গৃহহীন।

বুধবার (৮ সেপ্টেম্বর) সকালে আনুষ্ঠানিকভাবে ২২ গৃহহীন ব্যক্তির হাতে হাতে ঘরের চাবি তুলে দেওয়া হয়।

এসময় শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ তালুকদার ইকবাল এবং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মিনহাজুল ইসলাম উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মিনহাজুল ইসলাম জানান, মুজিববর্ষ উপলক্ষে সরকারি জমিতে মাননীয় প্রধানমন্ত্রীর উপহারের ৭২টি ঘরের মধ্যে আলাপুরে ৩৯, কেশবপুরে ১৫ ও লাদিয়া আশ্রয়ণে ১৮টি ঘর নির্মাণ হয়েছে। এরমধ্যে সরকারি বরাদ্দে ৭০টি ও উপজেলা পরিষদ চেয়ারম্যানের অর্থে একটি এবং উপজেলা পরিষদের রাজস্ব তহবিল থেকে একটি ঘর নির্মাণ হয়। সবকটি ঘর গৃহহীন পরিবারগুলোকে বুঝিয়ে দেওয়া হয়েছে।

এসময় আরও উপস্থিত ছিলেন— উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান  মোছা. মুক্তা আক্তার, তহসিলদার সিরাজুল ইসলাম, শায়েস্তাগঞ্জ ইউনিয়ন পরিষদের মেম্বার শামীমুর রহমান শামীম, সমাজসেবক ইলিয়াছ মিয়া।

মামুন/বুলাকী

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়