ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত‌্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩০, ১৬ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ১২:৫২, ১৬ সেপ্টেম্বর ২০২১
চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত‌্যু

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চম্পকনগর বাজারের দোকানে চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কামাল হোসেন (৩০) নামের এক যুবকের মৃত‌্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় চম্পকনগর বাজারের কবির মিয়ার সত্ত্বাধিকারী কবির এন্টারপ্রাইজ নামক ব্যবসা প্রতিষ্ঠানের ছাদের ওপর থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ।

আরো পড়ুন:

বিজয়নগর থানার কর্মকর্তা (ওসি) মির্জা মোহাম্মদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কামাল হোসেন উপজেলার চম্পকনগর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের ফায়েজ মিয়ার ছেলে।

ওসি মির্জা মোহাম্মদ হাসান জানান, চুরি করতে গিয়ে বাসার ছাদের বিদ্যুতের লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কামাল হোসেনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের পরে সঠিক কারণ জানা যাবে। ময়নাতদন্তেরর জন্য মৃতের লাশ জেলা সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে বলেও ওসি জানান।

রুবেল/বুলাকী

সর্বশেষ

পাঠকপ্রিয়